launch wordpress website, wordpress publish


ওয়ার্ডপ্রেস সাইট লঞ্চ করার জন্য আপনি প্রস্তুত? প্রতিদিন হাজার হাজার নতুন ওয়েবসাইট তৈরী হচ্ছে ইন্টারনেটের এই জগতে । আপনার ওয়েবসাইট সেই বিশাল প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে কি না সেটা সম্পূর্ণই আপনার নিজের কার্যকলাপের উপর নির্ভর করবে । আর এই লক্ষ্যেই শুরুতেই আপনার সাইটটি যাতে অন্যান্যদের বানানো ওয়েবসাইট থেকে ভিন্ন হয় সেদিকে প্রাথমিক পর্যায়তেই লক্ষ্য রাখা উচিত । আর আজকের এই ব্লগের মাধ্যমে আমরা জানব কি কি বিষয় লক্ষ্য রাখা দরকার একটি পরিপূর্ণ ওয়েবসাইট এই বিশাল মার্কেটে রিলিজ করার জন্য ।

শুরুর কথা

ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট পাবলিশ শুরু করার আগেই আপনাকে যেই কঠিন সিদ্ধান্তে উপনীত হতে হবে আর সেটি হচ্ছে সঠিক জায়গা থেকে ভাল মানের হোস্টিং নেওয়া আপনার ওয়েবসাইট তৈরীর জন্য কিংবা রিলিজের জন্য । এরজন্য শুরুতেই চাইলে ভাল বাজেট থেকে থাকলে উন্নত মানের হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে নেওয়া মঙ্গল হবে বলে ধরে নেওয়া যায় । আর বাজেট ইস্যু থাকলে শেয়ারড হোস্টিং ব্যবহার করাটাই উত্তম । আর ই কমার্স বা বিশাল অডিয়ান্স থেকে থাকলে তাদের জন্য ভিপিএস নেওয়াটাই শ্রেয় বলে বিবেচিত হবে ।

1. ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকাপ সিস্টেম

একটি ওয়েবসাইট রিলিজের আগে সেই সাইটের অবশ্যই একটি ব্যাকাপ নিয়ে রাখা ভাল । কারণ কখন কি সমস্যা হয়ে যাবে বা কোন ইরোর থাকলে তা দ্রুত সমাধানের জন্য সেই সাইটের ব্যাকাপ থাকা বাঞ্ছনীয় । যদিও ভাল হোস্টিং প্রোভাইডাররা তাদের এডভান্সড প্যাকেজে ব্যাকাপ সুবিধা দিয়ে থাকে তবুও নিজের কাছে ব্যাকাপ থাকা নিঃসন্দেহে কিছুটা হলেও চিন্তা থেকে মুক্তি দিয়ে থাকবে । ব্যাকাপ মূলত এক ধরনের ইন্সুরেন্স পলিসির ভিতর পড়ে থাকে । আর ব্যাকাপ নিয়ে রাখার জন্য বেশ ভাল ভাল প্লাগিন ওয়ার্ডপ্রেসের নিজস্ব রেপোজারিটিতেই আছে । এগুলার মধ্যে বেশ কিছু ওয়ার্ডপ্রেসের বেশ কিছু প্লাগিন যেমন ফ্রিতে পাওয়া যাচ্ছে আবার কিছু ফ্রিমিয়াম ।

তাছাড়া প্রিমিয়ামভাবে অতিরিক্ত সুবিধার জন্য পেইড প্লাগিনও ব্যবহার করা যেতে পারে । এই ব্যাকাপ গুলো রাখার জন্য বিভিন্ন ক্লাউড স্টোরেজ সার্ভিস আছে যেমনঃ ড্রপবক্স , গুগল ড্রাইভ কিংবা এমাজন এস৩ । এছাড়াও প্লাগিনের মধ্যে BackupBuddy , Updraft Plus অন্যতম । এছাড়াও বেশ কিছু হোস্টিং প্রোভাইডার তাদের এডভান্সড প্যাকেজে ৩ স্তরের মাধ্যমে ৭ দিন পর্যন্ত ব্যাকাপ দিতে সক্ষম । তাই ওয়েবসাইটটি যাতে সঠিক এবং ভাল কোথাও হোস্ট করা হয় তবে তারা বাড়তি সুবিধা পেতে পারে ।

2. সিকিউরিটি শক্তিশালী করণ

আপনার সাইটের কন্টেন্ট রক্ষা করার জন্য কিংবা হ্যাকিং এর হাত থেকে রক্ষা করার জন্য এর এডমিন প্যানেলটিকে শক্ত করা বেশ জরুরী । কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয় । আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অসৎ ভাবে অন্যের সাইট হ্যাক করার চেষ্টা করে হ্যাকাররা যেটি নতুন কিছু নয় । বেশিরভাগ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ই এই ধরনের সিকিউরিটি ইস্যু নিয়ে বেখেয়াল থাকে যার ফলাফলের মাশুল দিতে হয় সাইটের বিশাল ক্ষতি দিয়ে বা অনেক সময় তো সাইট ই হারিয়ে ফেলে । আর এই সিকিউরিটি সিস্টেম ইম্প্রুভ করার জন্য রয়েছে বেশ কিছু প্লাগিন যার মধ্যে অন্যতম হচ্ছে Sucuri , iThemes , Wordfence , Jetpack ।

3. ৪০৪ ইরোর কি না

কোন ভাল এবং মানসম্মত ওয়েবসাইটে একজন ভিজিটর ভিজিট করে যদি ৪০৪ ইরোর ফেইস করে থাকে নিঃসন্দেহে সেটি কোন ভাল একটি লক্ষণ নয় । আর এটির কারণে একটি নেগেটিভ ফিডব্যাক কাজ করে থাকে ইউজারের কাছে । আর তাই ওয়েবসাইটের সকল পেজ কাজ করছে কিনা , লোডিং সঠিক ভাবে হচ্ছে নাকি কিংবা কোন ভুল লিংক আছে কি না তা খটিয়ে দেখার প্রয়োজন আছে । আপনার সাইট যদি গুগলের ওয়েবমাস্টার টুলের সাথে কানেক্টেড অবস্থায় থেকে থাকে তাহলে খুব সহজেই সেখান থেকে আপনি সেই ওয়েবসাইটের ক্রাউল রিপোর্ট দেখে ৪০৪ ইরোর রয়েছে কি না তা জানতে পারবেন ।

একটি নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে সেটি যদি কানেক্ট করা না থাকে বা গুগলের সার্চ কন্সোলে যুক্ত করা না হয় তবে ম্যানুয়ালি প্রতিটি পেজ , লিংক এগুলা ঠিকঠাক ভাবে কাজ করছে কি না তা দেখে নিতে হবে । আর আপনার সাইটে যদি অনেক ডাটা থেকে থাকে তবে গুরুত্বপূর্ণ পেজ যেমন, এবাউট , যোগাযোগ , রেজিস্ট্রেশন , লগিন পেজ ইত্যাদি পেজ চেক করে দেখা দরকার ।

4. ছবি , ভিডিও , স্লাইডার

ছবি এবং ভিডিও একটি মডার্ন ওয়েবসাইটটিকে একটি বিশাল ভূমিকা পালন করে । একটি ওয়েবসাইটের সকল ছবি সঠিকভাবে লোড নিচ্ছে কি না তা ঠিক ভাবে দেখা দরকার যাতে সাইটটিতে ভিজিট করার সময় কোন ইউজারকে কোন নেগেটিভ অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয় । এছাড়াও ভিডিওগুলা একাধিক ওয়েব ব্রাউজার এবং ভিন্ন ভিন্ন ডিভাইসে টেস্ট করে দেখা লাগবে । তাছাড়া যদি আপনি ওয়ার্ডপ্রেসের কোন স্লাইডার প্লাগিন আপনার সাইটে ইউজ করেন তবে সেটির দিকেও লক্ষ্য রাখা দরকার এবং সেটি রেস্পন্সিভ কি না তাও চেক করে দেখা দরকার ।

5. সোশিয়াল মিডিয়া ইন্ট্রিগেশন

সোশিয়াল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ একটি রোল পালন করে একটি প্রোডাক্ট লঞ্চ করার সময় । একজন ব্যবহারকারী যাতে খুব সহজেই ফেসবুক , ইন্সট্রাগ্রাম , ইউটিউব , টুইটার সহ নানান সাইটের সাথে ওয়েবসাইটটিকে যাতে সহজেই কানেক্ট করতে পারে সেদিকে লক্ষ্য করতে হবে । আর সেই প্লাগিনগুলো সঠিকভাবে কাজ করতেছে কি না সেটিও দেখতে হবে ।

6. পারফরম্যান্স টেস্ট

একটি ওয়েবসাইট কত দ্রুত লোড নিয়ে থাকে সেটা খুব মূখ্য একটি বিষয় । যদি কোন ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রথমবার এসেই লোডিং স্পিড বেশি হওয়ার কারণে যদি চলে যায় সেক্ষেত্রে সিংহভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই ভিজিটর আর কখনোই সেই ওয়েবসাইটে সহজে যেতে চায় না বা যায় না । আর এজন্য স্পিড অপ্টিমাইজেশনের দিকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে । বিভিন্ন ধরণের স্পিড চেকার টুল আছে যার মধ্যে গুগল পেজস্পিড , পিংডুম , জিটেমেট্রিক্স অন্যতম । এসইও ফ্যাক্টরের দিক দিয়েও স্পিড খুব দারুণ ভূমিকা পালন করে থাকে । আর এটি সলভ করার জন্য রয়েছে বেশ কিছু ফ্রি এবং প্রিমিয়াম প্লাগিন যেমন, W3 Total Cache , WP Super Cache , WP Rocket । এছাড়াও CDN এর সুবিধা ব্যবহার করা যাবে স্পিড এবং সিকিউরিটির জন্য ।

7. গুগল এনালিটিক্স ইন্সটল

আপনি এটার সাহায্যে খুব সহজেই ভিজিটরদের মনিটর করতে পারবেন । এটি আপনাকে বলে দিবে কোথা থেকে আপনার ভিজিটরগুলা আসছে , কোথায় তারা ভিজিট করতেছে , কখন তারা সাইট থেকে চলে যাচ্ছে । আপনার সাইটটি কতটুকু ভাল করছে তা ভিজিটর না থাকলে সঠিকভাবে বলা সম্ভব না হলেও বেশ ভাল মানের আইডিয়া পাওয়া যাবে । এর জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল কিট সহ আরও কিছু প্লাগিন রয়েছে যেগুলা ব্যবহার করা সম্ভব ।

8. এস ই ও সিস্টেম চেকিং

একটি ওয়েবসাইটে নানা ধরনের পোস্ট , পেজ , ক্যাটাগরি আছে । এগুলাকে ভালভাবে অনপেজ এসইও , অফপেজ এসইও করতে হবে যাতে কোন নির্দিষ্ট কিওয়ার্ড এর জন্য যাতে তার ওয়েবসাইটটি গুগলে ভাল পজিশনে র‍্যাংক করে থাকে কেননা সেখান থেকে ভাল মানের অরগ্যানিক ভিজিটর নিয়ে আসা সম্ভব । ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অন পেজ এসইও এর জন্য Yoast SEO , Rank Math অন্যতম ।

9. ফর্ম এবং ইমেইল ইন্ট্রিগেশন

একটি ওয়েবসাইটে নানা ধরনের ফর্ম থাকে যেমন যোগাযোগ ফর্ম , সাবস্ক্রাইভ ফর্ম , নিউজলেটার ইত্যাদি । এছাড়াও যোগাযোগ করার জন্য ইমেইল খুঁজে থাকে অনেক ওয়েবসাইট ইউজাররা । আর এই তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে তো কোন কথাই নেই কিন্তু ভুল থেকে থাকলে ইমেইল মার্কেটিং , ডাটা সহ নানান সাজেশন মিসিং হয়ে যেতে পারে এই কারণে । তাই সাইট লঞ্চ এর আগে এদিকে লক্ষ্য রাখা উচিত । আর ওয়ার্ডপ্রেসে এরজন্য অনেক প্লাগিন আছে ।