এটি মূলত মাইক্রোসফটের একটি প্রোডাক্ট । মানুষ খুব সহজেই এটি ব্যবহার করে থাকে । এইচটিএমএল সহ নানা ধরনের প্রোগ্রামিং ভাষার কাজ এটি দিয়ে আরাম নিয়ে কাজ করা যায় । এটিতে ডিবাগ সিস্টেম আছে । ডেভেলপাররা নানান ধরনের ফ্রেমওয়ার্ক নিয়েও এটির সাহায্যে কাজ করতে পারবে । আপনি এইচটিএমএল , সিএসএস , লেস, সাস ছাড়েয়াআও জাভাস্ক্রিপ্ট , পিএইচপি, সি, সি প্লাস প্লাস, রুবি , এসকুয়েল , এক্সএমএল , জেসন , পাইথন ইত্যাদি ভাষা নিয়ে কাজ করা যায় । এটির আরো অনেক সুবিধা আছে ।

সুবিধাঃ

ভিএস কোড খুব দ্রুতই কাজ করে ।
যে কেউ যে কোন বয়সী মানুষ এটাকে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে ।
নিজের পছন্দনীয় থিম সিলেক্ট করে কাজ করতে পারবে ।
ডেভেলপার/প্রোগ্রামাররা একই সময়ে একাধিক ফাইলে কাজ করতে পারবে । কম্পেয়ার করতে পারবে ।
এটি খুবই লাইটওয়েট ।
একাধিক প্রোগ্রামিং ভাষা নিয়ে ভিএস কোডে কাজ করা যাবে ।

যদি আপনি বিগিনার লেভেলে থাকেন তাহলে আপনাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করা উচিত কারণ নতুন করে আর ওয়েব থেকে কোন সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়বে না । কিন্তু আপনি যদি বিগিনার না হয়ে থাকেন তাহলে আমরা সাজেস্ট করব নোটপ্যাড প্লাস প্লাস ইউজ না করতে কারণ সেটি একদম বেসিক লেভেলের একটি কোড ইডিটর । সব আপনাকে নিজে থেকেই করতে হবে সেটা ইউজ করে থাকলে ।
তাছাড়া প্রফেশনালরা এটা কেউ সাজেস্ট করে না আবার তারা নিজেরাও ব্যবহার করে না । আপনারা চাইলে সাবলাইম টেক্সট ৩, ব্রাকেটস , এটম কিংবা ভিজুয়াল স্টুডিও কোড (ভিএস কোড) ব্যবহার করা যেতে পারে কারণ এগুলা বেশ জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি । তাছাড়া এগুলা প্রফেশনাল এবং দক্ষ ডেভেলপাররা নিজেরা ব্যবহার করে থাকে এবং অন্যকেও ব্যবহার করার পরামর্শ দিয়েও থাকে ।